সকল পোর্ট দিয়ে এবার যেতে পারবেন ইন্ডিয়া
কভিড-১৯ এর কারনে দীর্ঘ ২ বছর পর সকল পোর্টে চালু হয়েছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা। . দেখে নিন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি ২। এপ্লিকেশন ফর্ম ৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি ৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি। ৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট। ৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি) ৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)। ৮। পাসপোর্ট কপি ৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন) . দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন?? সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে। মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদে