আমার গান নিয়ে অনেক অন্যায় হয়েছে: জেমস



‘আমি গণমানুষের গান গেয়েছি আজীবন। জীবন দর্শন, আমার আবেগ অনুভূতি, তরুণদের উৎসাহ দেয়া, এদেশ প্রেমের কথা বলা সবই এনেছি আমি আমার গানের ভেতর। সেই গানই আমার সন্তান, আমার দেশ, আমার প্রেম। আমার গান নিয়ে অনেক অন্যায় হয়েছে। এই অন্যায়, এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার হতেই আইনি পরামর্শের কাজে এসেছিলাম। খুব শিগগিরই মামলা করবো।’

গান কপিরাইটের অভিযোগে আদালতে মামলার আবেদন প্রসঙ্গে ইত্তেফাককে কথা বলেন জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস।

১৯ সেপ্টেম্বর রবিবার সকালে ঢাকার নিম্ন আদালতে একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে তিনি এই আবেদনটি করতে যান। তবে আদালতের পরামর্শে মামলা না করেই তাকে ফিরতে হয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করার আবেদন করেন জেমস। এ সময় বিচারক তাকে থানায় (গুলশান থানা) গিয়ে মামলাটি করার পরামর্শ দেন। পরে দুপুর ১টার দিকে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে এসেছিলেন জেমস। কিন্তু বিচারক তাকে গুলশান থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে পরে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন তিনি।’

এ নিয়ে জানতে চাইলে জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আদালতে গিয়েছিলেন জেমস। কিন্তু বিচারকের পরামর্শে তিনি মামলাটি না করে ফিরে এসেছেন।’

তবে জেমস এক পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘সব প্রক্রিয়ার ভেতরেই রয়েছে। সবকিছু গুছিয়েই মামলা করবো।’


Comments

Popular posts from this blog

সকল পোর্ট দিয়ে এবার যেতে পারবেন ইন্ডিয়া

Dubai Visit Visa Processing Details