Posts

Showing posts from October, 2021

২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটের ফ্লাইট

Image
  ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সাথে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। এবং কলকাতা বিমানবন্দরে অবতরনের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভিসা সংক্রান্ত সকল ধরনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি বৃহস্পতি ও শনিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন সকাল ১১টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন তায়েবা ট্রাভেল এন্ড কম্পিউটার মোবাইল:  01783-490903, 01949-771330 ঠিকানা:  ক-১৫/১, দক্ষিন কুড়িল (বসুন্ধরা মেইন রোড থেকে পশ্চিমে) ভাটারা, ঢাকা-১২২৯ ই-মেইল:   ttravels.bd@gmail.com

ভারতীয় টুরিষ্ট ভিসা কার্যক্রম চালু হয়েছে

Image
ভারতীয় হাই কমিশন বাংলাদেশ : ১৫ নভেম্বর বা তার পরে নির্ধারিত  এয়ার বাবল ফ্লাইটে ভারতে ভ্রমণের  পরিকল্পনা করছেন এমন ব্যক্তি পর্যটকদের জন্য আমরা পর্যটক ভিসা চালু করতে যাচ্ছি। যারা ১৫ অক্টোবরের পরে দলগতভাবে নির্ধারিত চাটার্ড ফ্লাইটে ভ্রমণ  করবেন তারাও পর্যটক ভিসার জন্য আবেদন করতে   পারবেন। ১২ অক্টোবর মঙ্গলবার থেকে পর্যটক ভিসা পরিষেবা শুরু হবে। বিশেষ দ্রষ্টব্য : ভ্রমণের জন্য সদ্যপ্রাপ্ত পর্যটক ভিসা আবশ্যক, এমনকি আপনার নিকট পূর্বে দেয়া বৈধ পর্যটক  ভিসা থাকলেও। আপাতত, পর্যটক ভিসা শুধুমাত্র বিমান বা সমুদ্র পথে ভ্রমণের জন্য বৈধ বলে গণ্য হবে। দলগত ভ্রমণকারীরা ১৫ অক্টোবরের পরে শুধু চা্টার্ড ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। ব্যক্তি পর্যটকরা ১৫ নভেম্বর ২০২১ বা তার পরেই ভ্রমণ করতে পারবেন। পর্যটক ভিসার জন্য নির্দেশাবলী: ১. নিশ্চিত চার্টার ফ্লাইটের বিবরণ সহ ট্যুরিস্ট ভিসার আবেদন শুধুমাত্র গ্রহণ করা হবে। ২. পূর্ববর্তী সমস্ত পর্যটন ভিসা স্থগিত রয়েছে যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন তায়েবা ট্রাভেল এন্ড কম্পিউটার মোবাইল: 01783-490903, 01949-771330 ঠিকানা: ক-১৫/১, দক্ষিন কুড়িল (বসুন্ধরা মেইন রোড থেকে পশ্চিমে) ভা