ভারতীয় টুরিষ্ট ভিসা কার্যক্রম চালু হয়েছে



ভারতীয় হাই কমিশন বাংলাদেশ :

১৫ নভেম্বর বা তার পরে নির্ধারিত  এয়ার বাবল ফ্লাইটে ভারতে ভ্রমণের  পরিকল্পনা করছেন এমন ব্যক্তি পর্যটকদের জন্য আমরা পর্যটক ভিসা চালু করতে যাচ্ছি। যারা ১৫ অক্টোবরের পরে দলগতভাবে নির্ধারিত চাটার্ড ফ্লাইটে ভ্রমণ  করবেন তারাও পর্যটক ভিসার জন্য আবেদন করতে   পারবেন।

১২ অক্টোবর মঙ্গলবার থেকে পর্যটক ভিসা পরিষেবা শুরু হবে।
বিশেষ দ্রষ্টব্য : ভ্রমণের জন্য সদ্যপ্রাপ্ত পর্যটক ভিসা আবশ্যক, এমনকি আপনার নিকট পূর্বে দেয়া বৈধ পর্যটক  ভিসা থাকলেও। আপাতত, পর্যটক ভিসা শুধুমাত্র বিমান বা সমুদ্র পথে ভ্রমণের জন্য বৈধ বলে গণ্য হবে। দলগত ভ্রমণকারীরা ১৫ অক্টোবরের পরে শুধু চা্টার্ড ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। ব্যক্তি পর্যটকরা ১৫ নভেম্বর ২০২১ বা তার পরেই ভ্রমণ করতে পারবেন।

পর্যটক ভিসার জন্য নির্দেশাবলী:
১. নিশ্চিত চার্টার ফ্লাইটের বিবরণ সহ ট্যুরিস্ট ভিসার আবেদন শুধুমাত্র গ্রহণ করা হবে।
২. পূর্ববর্তী সমস্ত পর্যটন ভিসা স্থগিত রয়েছে

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
তায়েবা ট্রাভেল এন্ড কম্পিউটার
মোবাইল: 01783-490903, 01949-771330
ঠিকানা: ক-১৫/১, দক্ষিন কুড়িল (বসুন্ধরা মেইন রোড থেকে পশ্চিমে)
ভাটারা, ঢাকা-১২২৯
ই-মেইল: ttravels.bd@gmail.com

Comments

Popular posts from this blog

সকল পোর্ট দিয়ে এবার যেতে পারবেন ইন্ডিয়া

Dubai Visit Visa Processing Details

আমার গান নিয়ে অনেক অন্যায় হয়েছে: জেমস