রবিবার (১২ জুলাই) থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

                                  

মহামারি করোনা ভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে অভ্যন্তরিন  রুটে সকল ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। তবে গত ১লা জুন থেকে পর্যায়ক্রমে চট্রগ্রাম, সৈয়দপুর, সিলেট ও যশোরের পর এবার বরিশাল রুটে আগামী রবিবার (১২ জুলাই) থেকে ফ্লাইট পরিচালনার জন্য  ইউএস-বাংলাকে অনুমতি দেয় বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)।
করোনারকালে বরিশাল রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। তবে করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে চাহিদা অনুযায়ী ফ্লাইট বাড়ানো হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম বলেন, “সব স্বাস্থ্যবিধি মেনে রবিবার (১২ জুলাই) থেকে প্রতিদিন বিকাল  ৪ টা ১৫ মিনিটে ঢাকা থেকে বরিশাল যাবে এবং ৫ টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে”।
টিকেটের জন্য যোগাযোগ করুন:
মোঃ তুষার
ক-১/১, জগন্নাথপুর, বসুন্ধরা রোড, ভাটারা ঢাকা-১২২৯।
মোবাইল: 01783-490903(Whatsapp)
                01949-771330

Comments

Popular posts from this blog

সকল পোর্ট দিয়ে এবার যেতে পারবেন ইন্ডিয়া

Dubai Visit Visa Processing Details

আমার গান নিয়ে অনেক অন্যায় হয়েছে: জেমস