বাংলাদেশে ব্রিটিশ ভিসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত।
বাংলাদেশে ব্রিটিশ ভিসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত।
করোনা মহামারির ফলে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও ব্রিটিশ ভিসাসেবা স্বাভাবিক হচ্ছে। আগামী রোববার (১২ জুলাই) থেকে যুক্তরাজ্যে ভিসার আবেদন কেন্দ্রগুলো কার্যক্রম শুরু করবে।
যুক্তরাজ্যে ভিসার আবেদন করতে হয় আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল-এ। প্রতিষ্ঠানটি বুধবার (৮ জুলাই) সংবাদমাধ্যমকে জানিয়েছে, রোববার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করছে। যাঁরা এর আগে নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি, তারা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন।
এদিকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম শুরু হলেও আপাতত ইউরোপের ভিসা বন্ধই থাকছে বাংলাদেশিদের জন্য। পহেলা জুলাই থেকে নিরাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণে উন্মুক্ত করা হয়েছে। ওই তালিকায় বাংলাদেশের নাম নেই।
Comments
Post a Comment